NarayanganjToday

শিরোনাম

স্কুল ক্রিকেটে না.গঞ্জ বার একাডেমী চ্যাম্পিয়ণ


স্কুল ক্রিকেটে না.গঞ্জ বার একাডেমী চ্যাম্পিয়ণ

সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে  প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ণশীপ ২০২১-২২ এর নারায়ণগঞ্জ জেলার ফাইনাল খেলায় বার একাডেমী ১৮০ রানের বড় ব্যবধানে নারায়ণগঞ্জ হাইস্কুলকে পরাজিত করে প্রথমবারের মত চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছে।

সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বার একাডেমী  ২১৭ রানে অল আউট হয়। ২১৮ রানের বিশাল রানের বোঝা বইতে পারেনি নারায়ণগঞ্জ হাইস্কুল। ৩৭ রানে অল আউট হয়ে যায়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক তানভীর আহমেদ টিটু।

ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,কার্যকরী সদস্য মাকসুদ উল আলম, ডা.রাকিবুল ইসলাম শ্যামল, মোঃ জাহাঙ্গীর আলম, জাকির হোসেন শাহিন,মোঃ আসলাম,মাহবুবুল হক উজ্জল,মাহবুব হোসেন বিজন,ডিষ্ট্রিক কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ।

জেলার ৮টি স্কুলকে নিয়ে দুই গ্রæপে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। বার একাডেমীর হাসিন অর্ধ সেঞ্চুরি করেন। বার একাডেমীর হাসিন ও আল আমিন ৪ টি করে উইকেট দখল করেন।

উপরে