জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় গোগনগর ইউনিয়ন'কে ১ গোলে হারিয়ে জয়ী হয়েছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ।
১৮ মে সকাল ১০ টায় ওসমানী পৌর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাত ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ উপজেলা সদস্য এস.এম আরিফ মিহির, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজর আলীসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :