NarayanganjToday

শিরোনাম

মার্কস একটিভ চেজের শুভ উদ্বোধন করলেন এসপি গোলাম মোস্তফা


মার্কস একটিভ চেজের শুভ উদ্বোধন করলেন এসপি গোলাম মোস্তফা

‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাষ্টার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ লাইন্স ড্রিল শেড এ ২দিন ব্যাপী স্কুল ভিত্তিক দাবা বাছাই প্রতিযোগিতা শুরু হয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও মার্কস এক্টিভ স্কুলের প্রষ্ঠপোষকতা এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও এসপি গোলাম মোস্তফা রাসেল।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাহেদ পারভেজ, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খবির আহমেদ, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনজুমান আরা আকসির, কার্যকরী সদস্য ফিরোজ মাহমুদ সামা, ডা.রাকিবুল ইসলাম শ্যামল, রোকসানা খবির, মাহবুবুল হক উজ্জল, মাহবুব হোসেন বিজন, আরআই খন্দকার মাহাবুবুর রহমান, ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রসহ পুলিশ প্রশানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এ বাছাই প্রতিযোগিতায় ৫৯ টি দলের প্রায় ৩৫৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। আগামীকাল বিকালে পুরস্কার বিতরনের মাধ্যমে ২দিনের বাছাই সমাপ্ত হবে।

উপরে