NarayanganjToday

শিরোনাম

তিন নক্ষত্রে আলোকিত পিএসজি


তিন নক্ষত্রে আলোকিত পিএসজি

গত মৌসুমে লীগ শিরোপা ঘরে তুললেও, চ্যাম্পিয়নস লীগে উড়তে থাকা রিয়ালের কাছে হেরে রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিতে হয় পিএসজিকে। এক এমবাপ্পে ছাড়া কেওই ফর্মে ছিলো না গত মৌসুমে।

চলতি মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে পিএসজি। ফ্রেঞ্চ লীগ ওয়ানে এখন পর্যন্ত ৯ম্যাচ খেলে ৮জয় ও ১ড্রতে ২৫পয়েন্ট নিয়ে অপরাজিত দল হিসেবে লীগ টেবিলের শীর্ষে প্যারিসিয়ানরা। নেইমার ও এমবাপ্পে যৌথভাবে ৮গোল করে গোল তালিকার শীর্ষে।

এদিকে চলতি মৌসুমে নিজেকে নতুন ভাবে মেলে ধরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লীগ ওয়ানে ৫গোল ও ৭এসিষ্ট করে নিজের জাত চিনিয়েছেন এই ফুটবল ক্ষুদে জাদুকর। দলের গোল করানোর দায়িত্বটাও তুলে নিয়েছেন নিজের কাধেঁ।

এবছর চ্যাম্পিয়নস লীগে এইচ গ্রুপে থাকা জুবেন্টাস ও মাক্কাবি হাইফার সাথে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নেয় পিএসজি। দুই ম্যাচে পিএসজি গোল করেছে মোট ৫টি। যার মধ্যে ৩টি গোল করেছেন এমবাপ্পে এবং ১টি করে গোল করেছেন মেসি ও নেইমার। এই মৌসুমে মেসি,নেইমার ও এমবাপ্পে দারুন ফর্মে রয়েছেন।

বলা যায় চলতি মৌসুমে এই তিন ফুটবল নক্ষত্রের আলোতে আলোকিত প্যারিসিয়ান ক্লাবটি।   

উপরে