NarayanganjToday

শিরোনাম

বাংলাদেশ-পাকিস্তান-নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের সময়সূচী প্রকাশ


বাংলাদেশ-পাকিস্তান-নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের সময়সূচী প্রকাশ

১৬ই অক্টোবর শুরু হতে যাচ্ছে টি২০ বিশ্বকাপের ৮ম আসর। টি২০ বিশ্বকাপের ৮ম আসর অনুষ্ঠিত হবে অষ্ট্রেলিয়াতে। যেখানে ৮টি দল সরাসরি এবং ৮টি দল প্লে-অফে অংশগ্রহন করবে।

মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডে এক ত্রিদেশিয় টি২০ সিরিজ আয়োজিত হবে। স্বাগতিক দেশ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তান।

অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রতিবেশী দেশ হওয়ায় ক্রিকেট কন্ডিশনেও রয়েছে অনেক মিল। তাই বিশ্বকাপ প্রস্তুতিতে এই তিন দলের কোনো সমস্যা হবে না।

সময়সূচী তুলে ধরা হলো:

৭ই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮:০০টায় সিরিজের ১ম ম্যাচে পাকিস্তানের মুখোমুখী হবে বাংলাদেশ।

৮ই অক্টোবর শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২:০০টায় সিরিজের ২য় ম্যাচে পাকিস্তানের মুখোমুখী হবে স্বাগতিক নিউজিল্যান্ড।

৯ই অক্টোবর রবিবার বাংলাদেশ সময় দুপুর ১২:০০টায় সিরিজের ৩য় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখী হবে বাংলাদেশ।

১১ই ‍অক্টোবর মঙ্লবার বাংলাদেশ সময় সকাল ৮:০০ টায় সিরিজের ৪র্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখী হবে নিউজিল্যান্ড।

১২ই অক্টোবর বুধবার বাংলাদেশ সময় সকাল ৮:০০টায় সিরিজের ৫ম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখী হবে বাংলাদেশ।

১৩ই অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮:০০টায় সিরিজের ৬ষ্ঠ ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখী হবে বাংলাদেশ।

পরবর্তীতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইদল ১৪ই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮:০০টায় সিরিজের ফাইনাল খেলবে। সবগুলো ম্যাচের নির্ধারিত ভেন্যু ক্রাইস্টচার্চের হাহলী ওভাল।

উপরে