NarayanganjToday

শিরোনাম

কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি


কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি

কোনো কিছুর শুরু হলে অবধারিত ভাবে এর শেষ নিশ্চিত। লিওনেল মেসিও তার ব্যতিক্রম নন। ২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক হয় এই আর্জেন্টাইন সুপারস্টারের। গুনে গুনে খেলে ফেলেছেন ৪টি ফুটবল বিশ্বকাপ। ২০২২ কাতার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ এই ফুটবল ক্ষুদে জাদুকরের।

তিনি বলেন, ‘হ্যাঁ আমি নিশ্চিত ভাবে বলছি এটাই শেষ। আমি বিশ্বকাপের জন্য দিন গুনতে শুরু করেছি। সত্যিটা হলো একটু দুশ্চিন্তা হচ্ছে। এটা আমার শেষ, কেমন হবে? তবে আমি এখানে ভালো করতে মরিয়া হয়ে আছি।’

এখনো পর্যন্ত সেরা ফর্মে আছে আলবেসেলেস্তারা। শেষ ৩৫ ম্যাচে অপরাজিত তারা, তাও নিজেদের ফেভারিট মানতে নারাজ লিওনেল মেসি।

তিনি আরো বলেন, “আমি জানিনা আমরা শিরোপার বড় দাবিদার কিনা। এই মুহূর্তে আমরা যেখানে আছি তাতে মনে হয় না আমরাই সবচেয়ে ফেভারিট। অন্য দলও আছে যারা আমাদের চেয়েও বেশি দাবিদার।

এদিকে মোট ১৬৪ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৯০ গোল ও ৪৯ এসিষ্ট করেছেন লিওনেল মেসি। এছাড়া বিশ্বকাপে ১৯ ম্যাচে ৬গোল ও ৫ এসিষ্ট করেছেন তিনি।

নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ২০০৫ সালের অনুর্ব্ধ ২০ফুটবল বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ সালের ফাইনালিসিমা জিতেছেন এই ফুটবল জাদুকর।

বিশ্বকাপের ফলাফল যাই হোক নিজের সেরা ফর্মে থেকে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করতে চান এই ফুটবল ক্ষুদে জাদুকর।

উপরে