NarayanganjToday

শিরোনাম

এশিয়ান গেমসে না.গঞ্জের প্রতিনিধিত্ব করছে ওরা ৫ জন


এশিয়ান গেমসে না.গঞ্জের প্রতিনিধিত্ব করছে ওরা ৫ জন

আগামী  ১৮ আগস্ট হতে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় অনুষ্ঠিতব্য ১৮তম এশিয়ান গেম্স এ অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ৫জন শ্যূটার আজ রাতে ইন্দোনেশিয়ার উদ্যোশে ঢাকা ত্যাগ করছেন ।

বাংলাদেশ জাতীয় শ্যূটিং দলের ১৫ সদস্যের মধ্যে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ৫জন শ্যূটার সুরাইয়া আক্তার,শারমিন শিল্পা, রিসালাতুল ইসলাম,রবিউল ইসলাম টমাস ও নুর হাসান আলীফ অংশ নিচ্ছে।

সুরাইয়া আক্তার ও শারমিন শিল্পা ৫০ মিটার থ্রি পজিশন, রিসালাত ইসলাম ১০ মিটার এয়ার রাইফেল,রবিউল ইসলাম টমাস ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এবং নুর হাসান আলীফ ১০ এয়ার পিস্তল শ্যূটিং এ অংশ গ্রহণ করতে যাচ্ছে।

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের নির্বাহী  সদস্য আহমেদ কবির বাপ্পী বাংলাদেশ শ্যূটিং দলের ম্যানেজার দায়িত্ব পালন করছেন। শ্যূটিং

বাংলাদেশ শ্যূটিং দলে আন্তর্জাতিক পর্যায়ে এ প্রথম নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সর্বোচ্চ সংখ্যক ৫জন শ্যূটার অংশ নিচ্ছে।

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সভাপতি রাব্বী মিয়া,সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোরশেদ সারোয়ার সোহেল, শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস,শ্যূটিং কমিটির আহবায়ক আমিনুর রশিদ  বাংলাদেশ শ্যূটিং দলের সাফল্য কামনা করেছেন।

১৩ আগস্ট, ২০১৮/এসপি/এনটি

উপরে