বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এলিগেন্ট জাতীয় যুব দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১০ উম্মুক্ত বিভাগে নারায়ণগঞ্জের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। নীড় ৫ খেলায় সাড়ে ৪ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করেন।
চার পয়েন্ট করে নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সাজিদুল হক রানারআপ ও এস এম আবীর হোসেন তৃতীয় হয়েছেন। ডিপিএসএসটিএস স্কুলের আজহার হোসেন সাড়ে তিন পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চগড়ের এম সাদিদ ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছেন।
অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির প্রতিভা ৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সমান পয়েন্ট নিয়ে পাবনার মেহজাবীন আক্তার জুবাইদা রানারআপ ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির উম্মে সুমাইয়া ইয়ানুর তৃতীয় হয়েছেন। তিন পয়েন্ট করে নিয়ে আলিজা নুসাইবা ইসলাম চতুর্থ ও মারজুকা মোকাররামা পঞ্চম হন।
অনূর্ধ্ব-১২ বালিকা বিভাগে রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী পূর্ণ ৫ পয়েন্ট অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়াদিফা আহমেদ রানারআপ, তিন পয়েন্ট নিয়ে যশোরের ইশরাত জাহান দিবা তৃতীয়, আড়াই পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশানল চেস একাডেমির নুশরাত জাহান আলো চতুর্থ ও দুই পয়েন্ট নিয়ে মেহেরপুরের সিমন আহমেদ চতুর্থ হয়েছেন।
৬ মার্চ, ২০১৯/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :