NarayanganjToday

শিরোনাম

নরসিংদীকে হারিয়ে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ


নরসিংদীকে হারিয়ে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ

পুলিশের ঢাকা রেঞ্জের আন্ত: জেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনালে নরসিংদী জেলাকে বিরাট ব্যবধানে হারিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলার উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ৪৫ মিনিটের এই ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল ৬৩-২৮ পয়েন্টে নরসিংদী জেলা পুলিশ দলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারের প্রতিযোগিতায় পুলিশের ঢাকা রেঞ্জের ১২টি জেলা কাবাডি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলা পুলিশ দলের খোলোয়াড় জাবেদ। আর, টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের খেলোয়াড় মুন্না। গত ২ মে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে এই টূর্ণামেন্ট শুরু হয়।

খেলা শেষে সন্ধ্যায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-মহাসচিব গাজী মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দেশে খেলাধুলার প্রচলন কমে যাওয়ার কারনেই তরুন সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই মাদকাসক্ত তরুণরাই বিপথগামী হয়ে  এক পর্যায়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। আমাদের জাতীয় খেলা কাবাডি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা সহ গ্রামীন সকল খেলাগুলোর প্রচলন বাড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

৫ মে, ২০১৯/এসপি/এনটি

উপরে