কোনো সংবাদপত্র শক্তি সঞ্চার করে তার পাঠকবর্গের কাছ থেকে। আমরা সেই পাঠকের অনুপ্রেরণা নিয়েই এগিয়ে চলতে চাই। কেননা, তাঁরাই তো সংবাদ মাধ্যমের মূল চালিকাশক্তি। তাই পাঠকের বিশ্বাস অর্জন করাটাই আমাদের অন্যতম লক্ষ্য।
বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে অন-লাইন নিউজ পোর্টালের ছড়াছড়ি। সবার মাঝেই চলছে তুমুল প্রতিযোগিতা— কে কার আগে পাঠকের কাছে সংবাদ পৌঁছাবে। অর্থাৎ সবার লক্ষ্য হয়ে যায়— এই দৌড়ে আমাকে প্রথম হতে হবে! এ কারণে অনেক সময় ভুল তথ্য সম্বলিত সংবাদ পরিবেশন হয়ে থাকে। এতে করে পাঠক মহলও পড়ে যায় নানা বিভ্রান্তিতে।
আমরা প্রথম হওয়ার এই দৌড়ে নেই। কখনো যাবো না। আমাদের লক্ষ্য নির্ভুল তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মন জয় করা। তাই একটু দেরী হলেও চেষ্টা করবো পাঠককে সঠিক, তথ্য নির্ভর সংবাদ দিতে।
আমরা বিশ্বাস করি স্বচ্ছতা, নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে দেশ ও দেশের বাইরে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাতে পারবো। একই সাথে প্রত্যাশা করবো, আমাদের এই পথচলায় পাঠক মহলকেও সঙ্গে পাবো। আমাদের সাহস, ভরাসা, অনুপ্রেরণা— এসব কিছুই পাঠক শ্রেণী।
তবে, আমরা দৃঢ়তার সাথে এটুকু বলতে পারি— কোনো রক্তচক্ষু আমাদের পথচলা ব্যহত করতে পারবে না। আমরা ‘সাদাকে সাদা এবং কালোকে কালো’ অকপটে বলতে চাই এবং বলবো। আমরা পাঠকের অদম্য সংবাদ পাঠের তৃষ্ণা নিবারণে এসেছি, কারো মুখাপেক্ষী নই। বিশ্বাস করি, ‘যা কিছু সত্য, তাই সুন্দর’। আমরা সুন্দরের পক্ষে আছি, থাকবো।