NarayanganjToday

শাপালা জাকিয়া

লেখক

শাপলা জাকিয়ার পৈত্রিক নিবাস কুষ্টিয়া হলেও স্কুল ও কলেজ জীবন কেটেছে নারায়ণগঞ্জ শহরে। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন। বর্তমান নিবাস ঢাকা। যুক্ত ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিকতায়। কাজ করেছেন দৈনিক যুগান্তরে। গল্প ও কবিতায় রয়েছে তার স্বচ্ছন্দ বিচরণ।

শাপলা জাকিয়া রচিত গ্রন্থসমূহঃ গল্লগ্রন্থ- খুন (প্রকাশকাল ২০১৬), সায়েন্স ফিকশন-জাতিস্মর এবং একজন লী (প্রকাশকাল ২০১৭), রহস্য উপন্যাস- রায়হান (প্রকাশকাল ২০১৮) এবং সামাজিক উপন্যাস- শিকার (প্রকাশকাল ২০১৯)।

উপরে